হ্যা বন্ধুরা, আজকে আমি এন্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজে টাকা আয় করার সেরা একটি এ্যাপস আপনাদের সাথে শেয়ার করছি। যারা তাদের হাতের এন্ড্রয়েড ফোনটি ব্যবহার করে খুব সহজেই বেশ কিছু অর্থ আয় করতে চান তাদের জন্যই আজকের এই লেখা।
আসুন এবারে দেখি AZearning Apps দিয়ে এন্ড্রয়েড ফোন থেকে কিভাবে টাকা আয় করা যায়। বা কি কি কাজ করলে AZearning Apps ফোন মালিক কে টাকা দিয়ে থাকে।
1. Sign Up করার সাথে সাথেই আপনার একাউন্টে দেওয়া হবে $1 অর্থাৎ এক ডলার। অর্থাৎ বাংলাদেশী ৭৮ টাকা।
2. Sign Up করার সময় কোন Invitation Code (BQSFKO) প্রবেশ করালে সাথে সাথেই পাবেন আরো $1বোনাস।
3. এটিই AZearning এর মূল কাজ, যেটি আপনি যত করবেন, তত আয় হবে।
একাউন্ট হয়ে যাবার পর মূল ড্যাশবোর্ডে প্রতিদিন বিভিন্ন লিংক কে আপনার যে কোন একটি সোস্যাল পেইজে যেমন, ফেইসবুক, টুইটার,গুগল প্লাস ইত্যাদীতে শেয়ার করলে সাথে সাথে একাউন্টে জমা হতে থাকবে প্রতি লিংকে $0.3-$0.5 সেন্ট করে। অর্থাৎ ৩ থেকে ৫ টাকা করে। এছাড়াও আরো অন্যান্ন কাজ সম্পন্ন করার মাধ্যমে একাউন্টে ব্যালান্স জমা (আয়) করা যায়।
একাউন্ট হয়ে যাবার পর মূল ড্যাশবোর্ডে প্রতিদিন বিভিন্ন লিংক কে আপনার যে কোন একটি সোস্যাল পেইজে যেমন, ফেইসবুক, টুইটার,গুগল প্লাস ইত্যাদীতে শেয়ার করলে সাথে সাথে একাউন্টে জমা হতে থাকবে প্রতি লিংকে $0.3-$0.5 সেন্ট করে। অর্থাৎ ৩ থেকে ৫ টাকা করে। এছাড়াও আরো অন্যান্ন কাজ সম্পন্ন করার মাধ্যমে একাউন্টে ব্যালান্স জমা (আয়) করা যায়।
4. প্রতিদিন শুধু একবার করে একাউন্টে লগিন তথা প্রবেশ করলেই মূল একাউন্টে জমা হবে $0.3সেন্ট।
5. কাউকে আপনার Invitation Code দিয়ে জয়েন করালে প্রতি একাউন্টে পাবেন $1 ডলার করে বোনাস ! আর যে আপনার কোড দিয়ে জয়েন বা সাইনআপ করবে সেও পাবে $1 বোনাস!! এখনতো সবার হাতেই এন্ড্রয়েড ফোন, আপনি কেবল একটি একাউন্ট খুলে দিয়েও বাড়তি ডলার আয় করতে পারেন। প্রতিদিন যদি ৫ জনেরও একাউন্ট খুলতে পারেন তো আসছে সহজ আরো ৫ ডলার।
6. প্রতিদিন একাউন্টে আসা বিভিন্ন এপস ও গেমস আপনার ফোনে ইনষ্টল করলেও পাবেন $0.1-$0.3সেন্ট।
7. বিভিন্ন প্রকার ভিডিও ও এ্যাড দেখেও টাকা আয় করা যাবে খুব সহজে।
8. গুগল প্লে ষ্টোরে 5 Star Rating দিয়েও পাওয়া যাবে আরো $1 বোনাস।
9. এছাড়াও কোন লিংকে সাইনআপ বা সার্ভে করেও আরো বাড়তি টাকা আয় করা যাবে।
এ্যাপসটি তে সাইন আপ করতে হলে প্রথমেই AZearning Apps টি আপনার ফোনে ইনষ্টল করতে হবে। AZearning এ্যাপসটি পাবার জন্য, জন্য নীচের ধাপগুলি অনুসরন করুন: ধাপগুলি অনুসরন করার আগে নিশ্চিত হউন আপনার ইন্টারনেট সচল আছে কি না।
প্রথমেই, আপনার এন্ড্রয়েড ফোনের Google Play Store এ ঢুকে AZearning লিখে সার্চ করুন। অথবা এখানে ক্লিক করুন। খুজেঁ পেলে ইনষ্টল করে নিন (গুগল প্লে ষ্টোর থেকে এ্পস ইনষ্টল দিতে হলে অবশ্বই একটি জিমেইল আইডি দিয়ে সাইনআপ করতে হবে বা সাইনআপ অবস্থায় থাকতে হবে)।
প্লে ষ্টোর থেকে ডাইনলোড না করতে চাইলে AZearning APK Download এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে অন্যান্ন এ্যাপসের নিয়মে ইনষ্টল করে নিন।
ডাউনলোড হয়ে গেলে অন্যান্ন এ্যাপসের নিয়মে ইনষ্টল করে নিন।
ইনষ্টল হয়ে গেলে Open এ ক্লিক করে এপসটি খুলে Sign Up প্রক্রিয়া সম্পন্ন করুন।
সাইনআপ করার জন্য, অবশ্বই একটি সচল জিমেইল একাউন্ট দরকার হবে, যেই জিমেইলে একটি ভেরীফাই কোড যাবে এবং সাইনআপের সময় সেটি প্রবেশ করাতে হবে। একারনে সাইনআপ করার আগেই এন্ড্রয়েড ফোনের জিমেইলে লগিন থাকলে খুব তারা তারি সাইনআপ করা যাবে।
সাইনআপ করার জন্য, অবশ্বই একটি সচল জিমেইল একাউন্ট দরকার হবে, যেই জিমেইলে একটি ভেরীফাই কোড যাবে এবং সাইনআপের সময় সেটি প্রবেশ করাতে হবে। একারনে সাইনআপ করার আগেই এন্ড্রয়েড ফোনের জিমেইলে লগিন থাকলে খুব তারা তারি সাইনআপ করা যাবে।
সাইন আপ করার সময় Invitation Code নামক একটি অপশন পাওয়া যাবে সেখানে এই কোডটি BQSFKO অথবা আপনার বন্ধুকে আপনার কোডটি দিয়ে ইনষ্টল প্রকিয়া শেষ করতে হবে। এই কাজটির দ্বারা উভয়েই $1 ডলার করে বোনাস লাভ করবে। ব্যস সাইনআপ শেষ হলেই কাজ শুরু ও আয় শুরু।
টাকা উত্তোলন: কিভাবে টাকা তুলবেন?
AZearning থেকে আয় করা টাকা দুভাবে বের করতে পারবেন। যদি আপনার পে-পাল থাকে তবে $20 ডলার হলেই পেপালে টাকা ট্রান্সফার করতে পারবেন। পেপাল না থাকলে আপনার মোবাইল নাম্বারে ফ্লেক্সিলোড করতে পারবেন।টাকা পাঠানোর জন্য AZearning এর ME অপশনে ক্লিক করুন।
AZearning থেকে আয় করা টাকা দুভাবে বের করতে পারবেন। যদি আপনার পে-পাল থাকে তবে $20 ডলার হলেই পেপালে টাকা ট্রান্সফার করতে পারবেন। পেপাল না থাকলে আপনার মোবাইল নাম্বারে ফ্লেক্সিলোড করতে পারবেন।টাকা পাঠানোর জন্য AZearning এর ME অপশনে ক্লিক করুন।
Warnings: সবশেষ ও সবচেয়ে জরুরী কথা: সৎভাবে অল্প করে টাকা আয়ের চিন্তা করবেন, অন্যথায় আপনার একাউন্ট ডিলেট হয়ে যাবে। অতিরক্তি চালাকী করতে যাবেন না। যেমন, নিজে জয়েন করে এপস রিমোভ করে আবার আরেক আইডি দিয়ে জয়েন করা। ভিপিএন বা প্রক্সি ব্যবহার করে একেউন্টে প্রবেশ করা।ইত্যাদী। মনে রাখবেন বেশী চালাকের গলায় দড়ি।
All Information Collect From Internet

No comments:
Post a Comment