অনেকে ভাবেন যে, ইউটিউবার হওয়ার জন্য অনেক অর্থ খরচ করতে হয়, এ ধারণাটি সম্পূর্ণ ভুল। বর্তমানে সবার কাছেই একটি স্মার্টফোন রয়েছে, যার ক্যামেরা নেহাতই খারাপ নয়। মজার ব্যাপারটি হচ্ছে, আজকে যারা সফল ইউটিউবার তাদের অধিকাংশই কোন খরচ না করেই প্রথম পর্যায়ে ইউটিউবিং শুরু করেছে।
তাই একবারে ষ্টুডিও দিয়ে শুরু করার চিন্তা না করে আপনার স্মার্টফোনটি দিয়ে ভিডিও শুট করে আপলোড করুন এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকুন। ভিডিওতে ভিউ কম আসলে মন খারাপ করবেন না, কারণ এক দিনে কেউ বড় ইউটিউবার হয় না। সময়ের সাথে সাথে আপনার চ্যানেল বড় হতে থাকবে এবং ভিউও বাড়তে থাকবে। ইউটিউবে যে শুধু অ্যাড প্রদর্শনেই ইনকাম জেনারেট হয় তা কিন্তু নয়। অ্যাড ছাড়াও ইউটিউব থেকে ইনকাম করার মত হাজারও পদ্ধতি রয়েছে। তাই ধৈয্য সহকারে কাজ করুন, ফল পাবেন।
সবশেষে বলা যায় যে, ২০১৮ তে অনলাইনে আয় করার বেশ কিছু উপায় সম্পর্কে জেনেছেন, এখন কাজ শুরু করুন। এর বাইরেও ইন্টারনেটে অর্থ আয়ের অগণিত পথ রয়েছে। কিন্তু সঠিক জ্ঞান ও প্রশিক্ষণের অভাবে আমরা এই অর্থ উপার্জন করতে পারি না।
আবার অনেকেরই আর্থিক সমস্যা থাকে, যার ফলে প্রাথমিকভাবে ইনকাম না করতে পারলে তারা হতাশার শিকার হন এবং কাজ ছেড়ে দেন। ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই যে কাজটি শুরু করেছেন তা ধৈর্য্য সহকারে করতে হবে এবং হাল ছেড়ে দিলে চলবে না। কারণ সবকিছুরই ভালো ফলাফল আসার জন্য সময়ের প্রয়োজন। আপনি যদি মনে করেন যে, আমি আজকে কাজ শুরু করে আগামিকাল থেকেই আমার অর্থ আসা শুরু করবে তাহলে এ জগৎটি আপনার জন্য নয়। তাই আগে আপনি যেটি ভালোভাবে করতে পারবেন সেদিকে লক্ষ্য করে কাজ নির্ধারণ করুন। প্রয়োজনে টেক ট্রেইনি থেকে বিভিন্ন টিউটোরিয়াল ও পোষ্ট দেখে নিতে পারেন।

No comments:
Post a Comment